• info@uctc.edu.bd
  • 01707-508080

News

আন্তর্জাতিক জার্নালে ইউসিটিসি শিক্ষকবৃন্দের প্রবন্ধ প্রকাশিত

আন্তর্জাতিক জার্নালে ইউসিটিসি শিক্ষকবৃন্দের প্রবন্ধ প্রকাশিত

ইউনিভার্সিটি অফ ‌ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) স্কুল অফ বিজনেস এর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আকতার‌ উদ্দিন, ইসলামের ইতিহাসের অধ্যাপক বেলাল নূর আজিজি ও সাউদাম্পটন ইউনিভার্সিটি মালয়েশিয়ার‌ সহকারী অধ্যাপক ড. হাকিম আলীর লেখা "Can Waqf play a role in achieving Sustainable Development Goals for Bangladesh?"  শীর্ষক প্রবন্ধটি জার্নাল অফ ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইনান্স এর বর্তমান সংস্করণে প্রকাশিত হয়েছে। ইন্টারন্যাশনাল  এসোসিয়েশন অফ ইসলামিক ব্যাংকস্ করাচি ও মিজান ব্যাংক এর সহযোগিতায় ১৯৮৪ সাল থেকে জার্নালটি প্রকাশিত হয়ে আসছে। এখানে উল্লেখ্য যে, ড. আকতার দীর্ঘদিন ধরে ওয়াকফ ও ওয়াকফ ব্যবস্থার পুনর্জাগরণ নিয়ে গবেষণা করছেন।

Recent News