UNIVERSITY OF CREATIVE TECHNOLOGY CHITTAGONG
  • info@uctc.edu.bd
  • 01707508080, 01707508081

News

ইউসিটিসি ও জাপান বাংলাদেশ রোবটিক্স এডভান্সড রিসার্চসেন্টার JBRATRC মধ্যে সমঝোতা চুক্তি MOU স্বাক্ষর

ইউসিটিসি ও জাপান বাংলাদেশ রোবটিক্স এডভান্সড রিসার্চসেন্টার JBRATRC মধ্যে সমঝোতা চুক্তি MOU স্বাক্ষর

ইউসিটিসি ও জাপান বাংলাদেশ রোবটিক্স এডভান্সড রিসার্চসেন্টার (JBRATRC) মধ্যে সমঝোতা চুক্তি (MOU) স্বাক্ষর

সম্প্রতি ইউসিটিসি ও জাপান বাংলাদেশ রোবটিক্স এডভান্সড রিসার্চসেন্টার (JBRATRC) মধ্যে সমঝোতা চুক্তি (MOU) স্বাক্ষর হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ এ ইউসিটিসি ক্যাম্পাসে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিটিসির পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, রেজিস্টার সালাহউদ্দিন আহমদে, ব্যবসায়ী প্রশাসন বিভাগের প্রধান ড. শাকিল আহমেদ, ইসলামিক স্টাডিজ বিভাগের কোঅর্ডিনেটর জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ, জাপান বাংলাদেশ রোবটিক্স এডভান্সড রিসার্চসেন্টার ফাউন্ডার এন্ড চেয়ারম্যান ফুকুই জাপান ইঞ্জিনিয়ার মোঃ ফারহান ফেরদৌস ।
এই চুক্তির মাধ্যমে প্রফেশনাল ট্রেইনার দ্বারা ইউসিটিসির নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীদের রোবটিক্স টেকনোলজি, একাডেমিক রিসার্চ, প্রফেশনাল ট্রেনিং প্রদান করা হবে এবং যৌথ ভাবে রোবটিক্স এবং এডভান্স টেকনোলজি উপর ওয়ার্কশপ ও সেমিনার সংগঠিত হবে। JBRATRC ইউসিটিসির শিক্ষাথিদের বিভিন্ন ধরনের প্রযুক্তিগত স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, ইন্টার্নশিপ, জাপানি ভাষার কোর্স ও জাপানের ভিসা প্রদান ক্ষেএে ও সহযোগিতা প্রদান করবে।

Recent News