UNIVERSITY OF CREATIVE TECHNOLOGY CHITTAGONG
  • info@uctc.edu.bd
  • 01707508080, 01707508081

News

ইউসিটিসি’র সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ইউসিটিসি’র সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর সিন্ডিকেট সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ। গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক সিদ্ধান্তসমূহ গ্রহণের লক্ষ্যে এই সভায় সিন্ডিকেটের সদস্যবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন।\r\n\r\nসভায় অংশগ্রহণ করেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা জনাব মোঃ ওসমান, বরেণ্য শিক্ষাবিদ ও বুয়েটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. কায়কোবাদ, চুয়েটের প্রফেসর ও সাবেক উপ-উপাচার্য ড. জামালউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এ. বি. এম. আবু নোমান, বিওটি চেয়ারম্যান জনাব নবিউল আলম এবং বিওটি সদস্য মিসেস নাহিদা সুলতানা ইয়াছমিন।\r\n\r\nএছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবছার, রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব জনাব সালাহউদ্দিন আহমেদ, ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, ইউসিটিসির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবু জাবেদ, সহকারী রেজিস্ট্রার জনাব এস. এম. শহীদুল আলম এবং সিনিয়র এডমিন অফিসার জনাব মোঃ আকরামউদ্দৌলাহ।\r\n\r\nসভার কার্যক্রম পরিচালনা করেন রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব জনাব সালাহউদ্দিন আহমেদ। সভায় বিগত একাডেমিক কাউন্সিলের কার্যবিবরণী অনুমোদনের পাশাপাশি পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একাডেমিক সমৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন–এ তিনটি দিককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা সভায় তুলে ধরা হয়। সভায় ইউসিটিসির অর্থ কমিটির ৯ম,১০ম,১১ত্ম সিদান্ধ অনুমোদন দেওয়া হয়।\r\n\r\nএছাড়াও অটাম ২০২৫ সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফলাফল সিন্ডিকেটে অনুমোদনের জন্য সুপারিশ গৃহীত হয়। সভায় শিক্ষকদের গবেষণা কার্যক্রম আরও বেগবান করার প্রয়োজনীয়তা, একাডেমিক মানোন্নয়নের কৌশল এবং সার্বিক শিক্ষা পরিবেশ আরও উন্নত করতে বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা ও গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি অগ্রগতির লক্ষ্যকে সামনে রেখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও সভায় চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম কনভোকেশন ও স্থায়ী ক্যাম্পাস এর ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।\r\n\r\nসভা শেষে উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সিন্ডিকেট সদস্যদের সক্রিয় অবদানের জন্য ধন্যবাদ জানান এবং সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ইউসিটিসিকে একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

Recent News